আবু সায়েম:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রামুর রাজারকুল রেঞ্জে দাড়িয়ার দীঘি বিটের খুনিয়াপালংয়ে বনভূমি উচ্ছেদকালে বনকর্মীদের উপর হামলা চালিয়েছে অবৈধ দখলদাররা। দখলদারদের হামলায় ২৮ বনকর্মী আহত হন। এসময় ৩ জন মারাত্মকভাবে আহত হন। রাজারকুল রেঞ্জের দাড়িয়ার দীঘি বিটে এ ঘটনা ঘটে। ২৬ সেপ্টেম্বরমঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা। তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুনিয়াপালংয়ের কম্বনিয়া নামক এলাকায় এনজিও কর্তৃক ঘর নির্মানের জন্য এক কালীন প্রত্যেককে ৭০ হাজার করে টাকা প্রদান করে। এই টাকা দিয়ে ২০ জন ব্যক্তি অবৈধভাবে বনের জমি জবরদখল করে বনভুমিতে ২০টি পাকা ঘর নির্মাণ শুরু করে। খবর পেয়ে সহকারী বন সংরক্ষক আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁধা প্রদান করায় জবরদখল কারীরা ৩/৪ শত জন একত্রে লাঠি ও ইট পাটকেল দিয়ে বন কর্মীদের আক্রমণ করে। তিনি আরো বলেন, এতে ২৮জন বন কর্মী আহত হন। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ৩জন মারাত্মক ভাবে আহত হওয়ায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারমধ্যে রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলম এর অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী সন্ত্রাসী এবং অবৈধ দখলদার বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন,বনভূমি উচ্ছেদকালে বনকর্নীদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। অবৈধ দখলদারদের হামলায় ২৮ জন বনকর্মীকে আহত করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বনকর্মীদের উপর ন্যাক্করজনক হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের চিহ্নিত করে বন আইনে মামলা দায়ের করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
আলোকিত প্রতিদিন /২৭ সেপ্টেম্বর ২৩/মওম