আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি জমির ওপর বানিয়েছে বসত ভিটা 

আরো খবর

মো: রাকিব হোসেন:
সিরাজগঞ্জের উল্লাপাড়া চালা গ্রামের শারমিন সুলতানা সেতারা (৩৫) স্বামী শাহআলম হোসেন ঝন্টু (৪৫) উল্লাপাড়া সদর ইউনি়নের ২ নং ওয়ার্ড চালা মহাসড়ক হতে পুরাতন মসজিদ ঢালাই রাস্তার পাশে সরকারি খাস জমির উপর জোরপূর্বক বসত ভিটা বানিয়ে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছে। এ বিষয়ে উল্লাপাড়া সদর ইউনয়নের ২নং ওয়ার্ড এর মেম্বার মোঃ জাকারিয়া হোসেন বলেন এই বিষয় নিয়ে সেতারা ও তাঁর স্বামী ঝন্টুর সাথে অনেক বার কথা বলেছি কিন্তূ কিছুতেই শুনে নাই বরং সেতারা উল্টা পাল্টা কথা বলে, তাই এই বিষয় কিছু বলি না এবং এলাকার কিছু ব্যক্তি বলেন শারমিন সুলতানা সেতারা যেখানে ঘর উঠিয়েছে সেখানে ছিল সরকারী খাল সকল বৃষ্টির পানি খাল দিয়ে চলে যেতো। কিন্তূ খাল ভরাট করে অবৈধ ভাবে ঘর তোলার পরে বৃষ্টি হলে মসজিদের সামনে পানি জমে থাকে তাই সকলের নামাজ পড়তে যাওয়া কষ্ট হয়। তাই উল্লাপাড়া নির্বাহী অফিসারকে এই সমস্যা সমাধান করার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।  উল্লাপাড়া নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, শারমিন সুলতানা সেতারা যদি সরকারি জমি দখল করে ঘর বানিয়ে বসবাস করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -