খালেদ হাসান:
ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী বাজার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে রাজগঞ্জ যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচটি ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল। ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচটি শুভ উদ্বোধন করেন ৭ নং চরনিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন। সে সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখ মোর্শেদুল আলম জাহাঙ্গীর, আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল সাবেক দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের রেজাউল হাসান বাবু সাবেক সম্পাদক,শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ড.সিরাজুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী ইউসুফ, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, বিশিষ্ট সমাজসেবক আবু বকর ছিদ্দিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমার্ধের এবং দ্বিতীয় অর্ধের খেলার পর ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী দল চূড়ান্ত করা হয়। উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে সূর্য তরুণ স্পোটিং ক্লাব ০১-০ গোলে রাঘবপুর একাদশ স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি ফ্রিজ এবং পরাজিত দলের হাতে একটি এলইডি টিভি দেয়া হয়। উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সকল খেলোয়াড় ও পরিচালকবৃন্দদের মেডেল এবং ক্রেস সম্মাননা তুলে দেয়া হয়।
আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -