ক্ষেতলালে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত 

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,ক্ষেতলাল (জয়পুরহাট):
জয়পুরহাটের ক্ষেতলালে হযরত খাজা শাহ মাওলানা পীর কেবলা,অলিয়ে কামেল,হাদিয়জ্জামান,পেশওয়ায়ে চিশতিয়া আল্লামা হযরত খাজা শাহ্ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতী ( রাঃ) সাহেবের দাদাপীর মোঃ শামছুদ্দিন আলম হুসাইনী চিশতী (রাঃ) হুজুরের পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । ৯ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি,১০ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ,২৫ শে সেপ্টেম্বর সোমবার উপজেলার হিন্দা শাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ জোহর পতাকা উত্তোলন,বাদ মাগরিব তরিকা সম্পর্কে আলোচনা ও বাদ এশা হালকায়ে যিকির এবং বিশেষ মোনাজাত অন্তে নিয়াজ বিতরণ করা হয়। এতে মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন, পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ, মুরাদনগর কুমিল্লা ও সভাপতি হিন্দা শাহী মসজিদ ক্ষেতলাল জয়পুরহাট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোতাওয়াল্লী। হাজার হাজার বেরাদারানে রাহে তরীকাত ও আশেকানে পীর মারেফাতদিগ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -