ত্রিপুরারী দেবনাথ তিপু:
দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার নবনির্বাচিত যুবলীগ কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক একে এম মঈন উদ্দিন চৌধুরী সহ জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, উপজেলায় যাত্রাকালে প্রধান অতিথি হিসেবে জেলার নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা যুবলীগ, বিভিন্ন ইউনিয়নের যুবলীগ সহ পৌর যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা পরিষদ এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। যুবলীগ নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয় এবং একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত বের করা হয়।
আলোকিত প্রতিদিন /২০ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -