[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

লংগদু সেনাক্যাম্প লক্ষ্য করে গুলি

-Advertisement-

আরো খবর

এরশাদ আলী
রাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর্মি ক্যাম্প লক্ষ্য করে মধ্যরাতের ব্রাশ ফায়ার করেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সশস্ত্র  সন্ত্রাসী সংগঠন সমুহ। ১৬ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত ১০.৩০ ঘটিকায় পাহাড়ি জনগোষ্ঠীর সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আর্মি ক্যাম্প লক্ষ্য করে অন্তত ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি ছুড়ে।সংশ্লিষ্ট্য এলাকার  কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীলদের  একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি জানান, হটাৎ করে অতর্কিতভাবে সশস্ত্র হামলায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও তার আশেপাশে সেনা টহল জোড়দার করা হয়েছে। থমথমে পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।মধ্যরাতে এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্বত্য এলাকার উপজাতীয় সংগঠন সমুহ কর্তৃক দেশের শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ বছর গুলি ছুড়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সমুহ।কয়েকটি মাস পরেই জাতীয় দেশে নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে উপজাতি সশস্ত্র গ্রুপ গুলোর এমন তৎপরতা কিসের ইঙ্গিত দিচ্ছে। যেখানে সেনাবাহিনীর ক্যাম্পের উপর গুলি বর্ষণ করা হয়। সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে প্রশ্ন সবার ?  এমনটাি মন্তব্য করে সোস্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -