[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

সৈয়দ রনো’র কবিতা : হন্তারক সময়

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

হন্তারক সময়
সৈয়দ রনো

জাগতিক চৈতন্যের মিছিলে
সেদিন জিকির তুলে
স্পষ্ট করে বলেছি আলমিরার
শোপিস হয়ে আর সৌন্দর্য বিলাতে চাই না
প্রচলিত প্রথা ভাঙ্গতে চাই
টুকরো টুকরো পাথরের স্তুপে দাঁড়িয়ে গাইতে চাই
মানবতার জয়গান

উপায় নেই
ত্যক্ত বিরক্ত আমি
সুরক্ষিত ঘরের চৌকাঠ আগলিয়ে
দাঁড়িয়ে থাকে হন্তারক সময়
রিনিঝিনি বাতাসের নৃত্যের তালে
নিঃসঙ্গতার কষ্টেরা কুরে কুরে খায়
মস্তিষ্কের একাকিত্ব
ক্লান্ত অবসন্ন বৈপ্লবিক চেতনা
জমাট বাঁধে ভয়ার্ত মনের কার্নিশে
আমি একা
ভীষণ একা

দু’চোখের জোয়ার ভাটায়
ভেসে বেড়ায় মায়াবী মন
ক্ষমতা লোভের রাজনৈতিক উত্তাপে
বেসামাল গেরস্থালী আমার
রক্তখেকো হায়েনার থাবায়
জলহীন ফসলের মাঠ এখন
প্রবাহমান রক্তগঙ্গা

- Advertisement -

খিড়কীর ফাঁক গলিয়ে
ঘটে যায় ঘটন আর অঘটনের খেলা
আমি জেগেও ঘুমিয়ে থাকি
আমার যে চোখ দেখবে
প্রেয়সীর কানের ঝুমকো লতা
তারার ঝিলিক
আমার যে কান শুনবে
রূপসীর নৃত্যের ধ্বনি
আমার যে কন্ঠনালী উচ্চারণ করবে
সুখ দুঃখের ইতিবৃত্ত
আমার যে আবেগি মন ভাববে
প্রেমময় জীবনের ধারাপাত
না ও সব মিথ্যে, পরবাসে বিসর্জিত
সব এখন পুঁজিবাদের রাক্ষসী নিয়ন্ত্রণে
ভাবাবেগের কল্প কাহিনীর তামাটে উপ্যাখান
চারপাশ যেন হতাশার চাদরে আবৃত
মানুষের বুকের পাঁজর ভাঙ্গার ভয়ার্ত চিৎকার

সময়ের গ্যারাকলে আঁটকে গেছে আমার আমিত্ব
এখন অনিচ্ছায়ও ভাবতে হয় আমার দায় নেই
নেই দায়িত্ববোধ মোটেও
অথচ জন্ম প্রহরে আমিই বলেছিলাম
রুখবো বিকলাঙ্গ সমাজ
গড়বো পাপাচার মুক্ত বিশ্ব
এখনো ক্লান্ত বুকে সেই প্রতিশ্রুতি
আগলিয়ে দাঁড়িয়ে থাকি
পাশেই দাঁড়িয়ে থাকে
আমার মৃত্যু পথযাত্রী স্বপ্ন।

১৪-০৯-২০২৩ইং

- Advertisement -
- Advertisement -