[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

শাজাহানপুরে নিলামকৃত সম্পত্তি নিয়ে পাল্লাপাল্টি সংবাদ সম্মেলন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মো: দুলাল:

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাব এ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রমিকলীগ নেতা রুবেল সরকার অপর পক্ষ সম্পত্তি নিলাম ক্রয়সুত্রে মালিক কামাল হোসেন পিতা ইছামদ্দিন। সে হোসেনপুর উপজেলার কিশোরগনজ জেলার বাসিন্দা। গতকাল ১০সেপ্টেম্বর দুপুরে রুবেল সরকারের পরপরই কামাল হোসেন বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যর আলোকে রুবেল সরকার বলেন নাছিরুল বাবলু ২০০৮সালে উপজেলার বি-ব্লক অগ্রণী ব্যাংক এর কাছে ভূয়া কাগজপত্র দেখিয়ে ৭৭শতক জমি মর্গেজ রেখে ১লক্ষ ৯৬হাজার টাকা লোন প্রদান করেন। অন্যদিকে সাজাপুর মৌজার ৩৯৬৮ দাগের ২৪শতাংশ জমি উপজেলা পরিষদ অধিগ্রহন করেন এবং ১,২৫ শতাংশ জমি প্রানীসম্পদ অফিস মধ্য যায়। আমার ক্রয়কৃত জমি ৩শতাংশ তাতে মোট জমি দাঁড়ায় ২৮.২৫শতাংশ কিন্তু দু;খের বিষয় ৭৭শতংশ সম্পত্তি অবৈধ্য ভাবে ব্যাংক কর্মকর্তার যোগসাঁজসে অর্থ ঋণ আদলতের মাধ্যমে নিলাম দরপত্র আহব্বান করা হয়। তাহালে একই সম্পত্তি দুবার বিক্রয় হয় এবং ঋণ দেয় কিভাবে। যেখানে ২০০৪সালে পুর্বে উপজেলা পরিষদের সম্পত্তি অধিগ্রহন হয়েছিল। অন্যদিকে কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, উক্ত সম্পত্তি মালিকানা নাজিম উদ্দিন এর মৃত্যু পরে ৩অক্টোবর ২০০২ সালে ঘরোয়া বন্ঠনমূলে পুত্র নাছিরুল ইসলাম বাবলু সাবেক দাগ-৩৯৮৫ এর ৭শতাংশ এবং অন্যান্য দাগে ৭৭শতাংশ জমি অগ্রণী ব্যাংক শাখায় মের্সাস জুভিনাইল হ্যান্ডিক্র্যাফট এর নিকট বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন নাছিরুল। পরে ব্যাংক ১৮৩/২০১৭সালে অর্থ ডিং মোকর্দ্দমা আনায়ন করে। পরবর্তিতে বহুল প্রচালিত ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আত:পর ১৯ মার্চ ২০২৩ তারিখে নিলামের দিন ধার্য্য হয়। উক্ত তারিখ বিকেল ৪টা ৩০ ঘটিকায় প্রকাশ্য সর্বউচ্চ দর দাতা হিসেবে আদালতে নিলামটি ক্রয় করি। পরে ঢোল পিটিয়ে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেন আদালত। এবিষয়ে রুবেল সরকার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, আইন বর্হি:ভূত, মনগড়া ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করছে।

আলোকিত প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -