সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন

0
147
সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন
সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন
রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে সর্বজনীন পেনশন স্কিম  বাস্তবায়ন বিষয়ক মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ৫ম উপজেলা সাধারণ/বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন বলেন আমি স্বল্প সময়ে সাঘাটা ফুলছড়ির মানুষের জন্য যত উন্নয়নমূলক কাজ করতে পারবো তা হবে আমার অর্জন। এ অর্জনকে সফল করতে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগীতা প্রয়োজন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন প্রান্তিক পর্যায়ে মানব কল্যানে স্ব স্ব দপ্তর থেকে তা চিহ্নিত করে সমস্যাগুলোর তালিকা প্রণোয়ন করার আহবান জানান।  যা বাস্তবায়নে আমার সুবিধা হবে। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটু, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, সাঘাটা থানা ওসি রাকিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,সোনালী ব্যাংক বোনারপাড়া শাখা ম্যানেজার মোঃ কামরুজ্জামান,উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায় সহ সকল প্রশাসনিক কর্মকর্তা ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট ২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here