নিজস্ব প্রতিবেদক:
৩১ আগস্ট ২০২৩ জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর অনুষ্ঠিত হলো। আসরে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি হালিম আজাদ। আসরের শুরুতে কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরিবতা পালন করা হয়। একই সঙ্গে ‘মোহাম্মদ রফিকের জীবন ও কবিতা’ এর উপর আলোচনা করেন কবি রফিক হাসান।
আসরে অতিথি হিসেবে যোগদান করেন কবি শাহীন রেজা ও দৈনিক আলোকিত প্রতিদিন এর সম্পাদক কবি ড. সৈয়দ রনো।
কবিতা পাঠ করেন কবি কাজী রফিক, কবি দেবেন্দ্র মালাকার , কবি শাহীন চৌধুরী, কবি অরুণ কর্মকার, কবি আব্দুল মান্নান, কবি নূরুল হাসান খান, কবি কায়কোবাদ মিলন, কবি আব্দুর রহমান মল্লিক, কবি মিলি হক, কবি মিয়া আসলাম প্রধান, কবি দেওয়ান মাসুদা সুলতানা, কবি জয়নুল আবেদীন জয়, কবি চান মিয়া চান্দু, কবি কাজী বদরুল ইসলাম, কবি ইব্রাহিম মণ্ডল, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি নোমানুল হক, কবি দীপক কুমার আচার্য, কবি কাঊছার হোসেন সুইট, কবি মোঃ মাহবুবুর রহমান, কবি সালাম জোবায়ের, কবি তারিফ রহমান, কবি জহুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ২০২৩/ দ ম দ