নাঈমুর রহমান:
কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিশ ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের। এক থেকে দেড় কেজি ওজনের প্রায় ৩০টি শামুক ফ্রাইপল্লীর বেল্লালের দোকানে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের কাছে বিক্রির জন্য। শামুকগুলো এক নজর দেখতে এবং ক্রয় করতে ভীড় জমায় পর্যটকরা। মুখরোচক উপদানে রান্না করে প্রতিটি শামুক পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে।বেল্লাল নামের ওই দোকানী জানান, শনিবার বিকালে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ‘ টাকা কেজি দরে তিনি ৩০টি শামুক ক্রয় করে নিয়ে আসেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেলো মেলো প্রজাতির শামুক সাধারনত বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।
আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট,২০২৩/ আর এম