[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে দিশেহারা মানুষ 

-Advertisement-

আরো খবর

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে যমুনা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পরেছে স্থানীয়রা। এরই মধ্যে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজ প্রায় ২৫০ মিটার সহ মোট ৭০০ মিটার ডান তীর ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, যমুনা নদীর অব্যাহত ভাংগনে আবাদি জমি, গাছের বাগান, ভিটামাটি ভেঙে  নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছে মানুষ। যমুনা নদীর ভাঙন ঠেকাতে স্থানীয় ঠিকাদারের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে নতুন করে ভাঙন শুরু হয়। সেখানে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -