আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

হঠাৎ কেনও চলচ্চিত্র জগৎ থেকে নিখোঁজ পপি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক :

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে আসেন সাদিকা পারভীন পপি। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন একের পর এক সিনেমায়। অর্জনও কম নয়। তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।কিন্তু করেই উধাও হয়ে যান এই চিত্রনায়িকা। দেখা যায় না সিনেমায় বা সিনেমা সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে। এমনকী সোশ্যাল মিডিয়াতে নেই তার উপস্থিতি। অনেকদিন হলো পপির কোনো খোঁজ নেই কারও কাছে। তার সঙ্গে যোগাযোগের সব মাধ্যমই বন্ধ রেখেছেন তিনি। কোথায় আছেন পপি? এমন প্রশ্ন তার ভক্ত-অনুরাগীসহ অনেকেরই। এদিকে শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা যায়, এ নায়িকার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, পপি ভালো আছেন। সংসার নিয়ে সুখেই আছেন। পপির এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে বলেন, পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না। সে তার মতো করে ভালো আছে। পপি প্রসঙ্গে অন্য একজন বলেন, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। তার কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।

বিজ্ঞাপনের শুটিং-এ আহত পপি

এ প্রসঙ্গে পপির আরও এক ঘনিষ্ঠজন বলেন, আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়। কিন্তু কী করছে, কোথায় আছে এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি, প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। তিনি আরও বলেন, কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি, কেমন আছে। সে–ও জানায়, বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক। তার জন্য সব সময় শুভকামনা। দীর্ঘদিন হলো আড়ালে থাকলেও সবশেষ হঠাৎ তাকে দেখা যায় গত বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় এক ভিডিও বার্তায়। সেখানে তিনি তাকে নিয়ে সৃষ্ট রহস্যের সুরাহা করেননি। বলেননি, কোথায় আছেন? কেমন আছেন? সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেয়ার অনুরোধও করেন।

- Advertisement -

ছেলে নাকি মেয়ের মা হয়েছেন পপি!

সেই ভিডিওতে পপি বলেছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।

২৬-০৮-২০২৩ইং

- Advertisement -
- Advertisement -