হবিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার 

0
149
মাদক কারবারি গ্রেফতার 
মাদক কারবারি গ্রেফতার 
ত্রিপুরারী দেবনাথ তিপু: 
হবিগঞ্জের বাহুবলে র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল ২৪ আগস্ট বৃহস্পতিবার  রাত পৌনে তিনটার দিকে জেলার বাহুবল থানাধীন পালপাড়া দ্বিমুরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন যশপাল এলাকার বাসিন্দা চেরাগ আলীর ছেলে কাউসার মিয়া (৩৪)। র‍্যাব-৯ সিলেট এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৫ আগস্ট ২৩/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here