আশরাফুজ্জামান:
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে, ১৫ আগস্ট শহীদদের স্মরণে কাশিয়ানি সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকেল ৪ টার সময় কাশিয়ানি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সভা কক্ষে, সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও, শহীদ মুক্তিযোদ্ধা, শাহাদাত বরণ কারি মুক্তিযোদ্ধা ও গত ১৩ আগস্ট কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তার মেহেদী হাসান এর বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।উক্ত সভায়, সভাপতিত্ব করেন কাশিয়ানি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল আলম মোরাদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শহীদুল আলম মুন্নার উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি আ, লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, মোঃ আফজাল হোসেন, সদর ইউনিয়ন আ, লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। এছাড়াও, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান , যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ কাশিয়ানি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২৩/মওম
- Advertisement -

