এস.এম. জালাল উদদীন:
মৌলভীবাজার জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়। ১৯ আগস্ট শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় আজকের মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি তাঁদের সকলের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। মতবিনিময় সভায় মাননীয় পুলিশ সুপার বলেন, ”বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ মৌলভীবাজারের সকল শ্রেণির নাগরিকদের হাসি মুখে সেবা দিতে মৌলভীবাজার জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।” এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২৩/ মওম
- Advertisement -