আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পরীমণির ছেলে বাবাকে চিনতে পারেনি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য এক বছরে পা রাখলেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল এই তারকা পুত্রের জন্মদিন। তার একদিন আগে পরীমণির বাসায় হাজির হয়েছিলেন বাবা শরিফুল রাজ। সেদিন পরীর বাসায় পরী দেখা না পেলেও ছেলের দেখা পান তিনি। ছেলেকে দেখতে আসা বাবা শরিফুল রাজকে চিনতে পারেনি। পরীমণি নিজেই জানিয়েছেন সেই তথ্য। পরীমনি বলেন, আমার সঙ্গে রাজের দেখা হয়নি। কারণ সে যখন বাসায় এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। পরী আরও বলেন, এরপর আমি ভিডিওতে দেখলাম, রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল। অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি। কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে। উল্লেখ্য, ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা হয়ে যান।

আলোকিত প্রতিদিন/ ১১ আগস্ট ২০২৩/ আর এম

 

- Advertisement -
- Advertisement -