সাহিত্য ডেস্ক:
উলঙ্গ নেতা
সৈয়দ রনো
বিবস্ত্র শাসক আমলার কাঁধে হাত রেখে
শক্ত পায়ে দাঁড়িয়েছেন ক্ষমতার মঞ্চে
অপেক্ষমান লক্ষ লক্ষ উৎসুক জনতা
বিবেক বর্জিত মোল্লা পুরোহিত
ধামাধরা বুদ্ধিজীবী, ঘুষখোর প্রশাসন, মিথ্যেবাদী রাজনীতিবিদ
সবাই উপস্থিত জনতার কাফেলায়
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দলকানা আর চাটুকার বললো
শাসক বিবস্ত্র নয়
আমাদের দেখার চোখ নেই
এটা শোষিতের অবজ্ঞা
প্রস্তুতি চলছে বেহায়া আর লোভীর মাথায় পা রেখে
ভাষণ দেবেন উলঙ্গ নেতা
হতাশাবাদী ভীতু কাপুরুষ তন্নতন্ন করে খুঁজছেন প্রতিবাদী কাউকে
ইতিমধ্যে বেহায়াপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে
সবাই কয়েদখানায় বন্দি
হঠাৎ মাইকের বুক চিরে বেরিয়ে এলো নির্লজ্জ মিথ্যাচার
আর অকথ্য ভাষার গালি-গালাজ
উপস্থিত সবাই ভয়ে জড়োসড়ো
বেশরমের লজ্জা ফিরাতে
প্রতিবাদ করছে না কেউ
এইতো সেদিন ধোঁকাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে
সাহসী যুবক, বৃদ্ধ, ছাত্র জনতার
চোখেমুখে বাঁধা হয়েছে আইনী চাদর
আর সাংবাদিকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন
সংবিধানকে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা দলকানা চাটুকার
চিৎকার করে বললো
নেতা উলঙ্গ নয়
পরনে রয়েছে সাংবিধানিক আবরণ
হঠাৎ হৈ চৈ চিৎকার ছুটোছুটি
গারদ ভাঙ্গার বিকট শব্দ
দলেদলে বেরিয়ে আসছে
সত্য ন্যায়ের মশাল হাতে
প্রতিবাদে মুখরিত জনতার ঢল।
আ প্র // রহখ