আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

হবিগঞ্জের মাধবপুর ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

-Advertisement-

আরো খবর

মাধবপুর প্রতিনিধি 
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়(২য় ধাপ) ২২,১০১ টি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সরাসরি সম্প্রচারিত লাইভ অনুষ্ঠান অবলোকন ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০৬ টি ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদানের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ সাদিকুর রহমান। বুধবার (৯ আগস্ট)সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা)উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে জমিসহ ঘর প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, এ উপজেলায় মোট ২৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করার মাধ্যমে মাধবপুর উপজেলাকে ‘ক’ শ্রেণলীর গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -