আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সিরাজুল আলম খানের স্মরণসভা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

এম. জসিম উদ্দিন:

স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সদ্য প্রয়াত সিরাজুল আলম খান স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শনিবার (২৯ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে স্মরণ সভাটির আয়োজন করে সিরাজুল আলম খান স্মরণ সভা কমিটি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে, সোলায়মান খান ও নুরুল আরশাদ চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান, সাবের আহমদ, সুশীল বড়ুয়া, রাখাল চন্দ্র বণিক, নাছির উদ্দিন নবাব, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মোস্তফা কামাল, ডা. আবদুল্লাহ আল হারুন, নুরুল হুদা, ইন্দু নন্দন দত্ত, অধ্যাপক ইছহাক চৌধুরী, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া প্রমুখ। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এই প্রতিষ্ঠাতাকে নিয়ে স্মৃতিচারণে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা করেছেন বক্তারা। বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন সিরাজুল আলম খান।’ বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান ওরফে ‘দাদাভাই’ গত ৯ জুন রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: সিরাজুল আলম খান আর নেই

আলোকিত প্রতিদিন/ ৩০জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -