আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ইঞ্জি. লিয়াকত আলীর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সবুজ সরকার:

ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। রবিবার (২৩জুলাই) দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের পরিচালনায় এবং সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে যোগদানকৃত ইঞ্জিনিয়ার লিয়াকত আলীসহ অন্যান্য নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিএম কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির (রওশন এরশাদ) সাবেক সদস্য সচিব আজিজুর রহমান তালুকদার, জেলা জাতীয় পার্টির সদস্য মো. নাসির উদ্দীন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক মোহাম্মদ রমজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক বিমল সরকার, রহিম বাদশা মোল্লা, কালিহাতী পৌর জাতীয় পার্টির সভাপতি মো. ছানোয়ার হোসেন খোকা ও সম্পাদক আশরাফুল আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি শরিফ সিদ্দিকী ও সম্পাদক ফরিদুল ইসলাম, সল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিপন, দশকিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আক্তার হোসেন ও সম্পাদক শরিফুল ইসলাম, বাংড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. জামাল বাদশা ও সম্পাদক তোফাজ্জল হোসেন, পাইকড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শহিদ মন্ডল ও সম্পাদক মোকছেদ আলী, গোহালিয়াবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

- Advertisement -

আলোকিত প্রতিদিন/ ২৩ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -