আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

একেএম ফারুক হোসেন:

এবারের বৃক্ষ রোপণ দিবসে “গাছ লা‌গি‌য়ে যত্ন ক‌রি, সুস্থ প্রজন্মের দেশ গ‌ড়ি’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় বনবিভাগ নোয়াখালী ও নোয়াখালী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এক র‍্যালি ও ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশীজনদের মাঝে চেক বিতরণ করা হয়। দুপুরে মু‌জিব চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বন বিভাগের সূত্রে জানা যায়, ২০শে জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৬ জুলাই বুধবার পর্যন্ত। মেলায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের ২৩টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলার উদ্বোধনী ও চেক বিতরণ অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক, নোয়াখালী জেলা কাজী তারিকুর রহমান। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, বিশেষ অতিথির বক্তব্য প্রদান ক‌রেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর রেঞ্জ অফিসার, সদর রেঞ্জ এস.এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন/ ২০ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -