আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির পদযাত্রা: যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত ডেস্ক:

ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এদিকে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজরের সালেহপুরে সৃষ্টি হয়েছে যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দেখা যায়, তিন মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ৪০ মিনিট। গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়া এক যাত্রী বলেন, প্রায় ৩৫ মিনিট ধরে গাড়ির চাকা ঘুরছে না। অসহ্য গরমে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। শুনছি বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবলতীতে বিএনপির পদযাত্রা চলছে। এ কারণে সড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারে যানজটের সৃষ্টি হয়েছে। সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আজ মহাসড়কে কোনো চেকপোস্ট বাসানো হয়নি। তবে নিরাপত্তা জোরদারে মহাসড়কে পুলিশ রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৮ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -