মো. জহির উদ্দিন বাবর:
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে ৪ দিনব্যাপী ৩১তম কোর্স ফর রোভার মেট গত ১৬ জুলাই কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে শেষ হয়। জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় কোর্সের মহাতাবুজলসা অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ।বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন খাঁন, জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন, গ্রুপ সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ আবু তৈয়ব, উপাধ্যক্ষ সমির রঞ্জন নাথ, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফজিলাতুন্নেছা ডলি, সহযোজিত সদস্য অধ্যাপক মো. খালেদুর রহমান, অধ্যাপক আবদুল হান্নান শিকদার, প্রশিক্ষক অধ্যাপক জয়নাল আবেদীন, মোহাম্মদ সাইফুদ্দিন, হাবিব উল্লাহ হীরু, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার প্রমুখ। প্রধান স্কাউট ব্যক্তিত্ব তার বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভার স্কাউটদের ভূমিকা অপরিসীম, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে রোভার ইউনিট খুলতে হবে, আগামীর বাংলাদেশে রোভাররাই নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহাতাবুজলসা অনুষ্ঠানে রোভার ও গার্ল ইন রোভাররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কোর্সে চট্টগ্রামের ৪২টি শিক্ষা প্রতিষ্টানের রোভাররা অংশগ্রহণ করেন। পরে সমাপনী অনুষ্ঠানে রোভারদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি হয়।
আলোকিত প্রতিদিন/ ১৭ জুলাই ২৩/এসবি

