আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি সৈয়দ রনো’র কবিতা ‘ভোট রঙ্গ’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সাহিত্য ডেস্ক:

ভোট রঙ্গ
সৈয়দ রনো

বিদেশ থেকে মোড়ল এসে
ঠিক করবে নীতি
বিরোধী জোট খুশি হয়ে
জানায় তাঁদের প্রীতি।

সরকারী জোট দাম্ভিকতায়
ভাঙ্গবে পিঠে লাঠি
স্বাধীনদেশের রাজনীতিতে
দিচ্ছে কেন কাঠি ।

- Advertisement -

মানব না আর খবরদারী
আমরা স্বাধীন দেশ
গণতন্ত্রের অপব্যাখ্যায়
সব অধিকার শেষ।

গদির মোহে টানাটানি
শাসকের মুখ লাল
চাবুক মেরে তুলবে এবার
ভিনদেশীদের ছাল।

পাপীতাপী গুমরা মুখো
রাগ করেছেন বেশ
রাগের মাথায় প্রলাপ বকেন
দেশটা হবে শেষ।

দ্রব্য মুল্যের দাম বেড়েছে
পাচার হচ্ছে টাকা
রক্তখেকো হেসে বলেন
দুর্নীতিবাজ কাকা।

সিন্ডিকেটের দাপট দেখে
খাচ্ছি খাবি রোজ
মামলা ভারে ন্যুব্জ মানুষ
কেউ নেয় না খোঁজ।

ধনি আরও হচ্ছে ধনি
গরীব মরে শেষ
লোডশেডিং এর জাতাঁকলে
অন্ধকারে দেশ।

তেল চিনি ডাল পেঁয়াজ আদা
পামু কোথায় ভাই
উন্নয়নের গল্প শুনি
কাঁচামরিচ নাই।

গণতন্ত্র ভোটাধিকার
ধাপ্পাবাজির খেল
একমুঠ ভাত পাইতে হলে
মাখতে হবে তেল।

বাজার মুল্য বেজায় গরম
নাই অধিকার ভোটের
বাংলাদেশের রাজনীতিতে
বাড়ছে কদর জোটের।

 

আ প্র // সা // রহখ

- Advertisement -
- Advertisement -