আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

তিতাস নদী থেকে ১ ব্যাক্তির লাশ উদ্ধার

-Advertisement-

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল তিতাস নদী থেকে শহিদ মিয়া  (৬২)নামে  এক ব্যাক্তির  লাশ উদ্ধার   করেছে   পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত হওয়া তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। স্থানীয়   লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রবিবার অরুয়াইল দক্ষিণ  বাজার এলাকার তিতাস নদীতেএকটি লাশ নদীতে ভাসতে দেখে যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে শহিদ মিয়ার লাশটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলেমোস্তাকিম তার বাবার লাশ শনাক্ত করে। শহিদ মিয়ার মেয়ের জামাতা কিতাবআলী মাষ্টার বলেন, আমার শ্বশুর নামাজি লোক। অত্যন্ত পরহেজগার। কুলিয়ারচরথেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হয় । বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে শনিবার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ তিতাস নদীতে তার লাশ পাওয়া যায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসলাম হোসাইন বলেন,তার লাশউদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর   হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২জুলাই-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -