আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ক্যামেলিয়া আহমেদের কবিতা ‘স্বপ্ন’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সাহিত্য ডেস্ক:

 

স্বপ্ন 
ক্যামেলিয়া আহমেদ 
একটি স্বপ্ন জোড়া লাগে
একটি স্বপ্ন ভাঙে
একটি স্বপ্ন ভেসে যায়
নীল জলের ওই গাঙে
একটি স্বপ্ন আজো দেখি
বুকের মধ্যে থাকে
একটি স্বপ্ন সংগোপনে
স্বপ্ন ধরেই রাখে
একটি স্বপ্ন জোয়ার-ভাটায়
কষ্ট নিয়েই রয়
একটি স্বপ্ন খুব সহজেই
মানছে পরাজয়
একটি স্বপ্ন বাজেয়াপ্ত
সে পণ্য হয়ে ঘুরে
একটি স্বপ্ন নিরিবিলি
ডাকছে সুরে সুরে
একটি স্বপ্ন তুমি ধরো
একটি ধরি আমি
মাঝপথ শুন্য থাকুক
দু’জনাতেই থামি
স্বপ্ন নিয়ে বাড়াবাড়ির
সময় করি শেষ
স্বপ্নঘোরে ঘুমাও তুমি
আমিও থাকি বেশ !
এপি // রহখ
- Advertisement -
- Advertisement -