আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি শাওন আসগরের কবিতা ‘ ভয়ের চাদরে লুকিয়ে আছে জনতার চোখ’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সাহিত্য ডেস্ক:

ভয়ের চাদরে লুকিয়ে আছে জনতার চোখ
শাওন আসগর
রাত হলে ভয়, দিনেও
ভয়ের পোকা কলহ করছে বুকের ভেতর
কাঁপছে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ
আঙ্গুলের গিঁটে গিঁটে ব্যথা, বাড়ে মগজের কাঁপন
ভয়কে পোড়াতে হলে প্রয়োজন আগুন শিখা
কিছু শাক-সবজি আলু পটল বেগুনের লম্বাটে পিস
থাকতে পারে ধনেপাতা কাঁচালঙ্কা হলুদের গুড়ো, অতঃপর ভয়গুলো
ধুয়ে মুছে সাফ হবে ভিমবার সাবানের ফেনায়।
ভয়ের থলি থেকে কিছু ভয় দূরীভূত হলে হতে পারে শান্তির ঘুম
ভয় মিছিলে মানববন্ধনে শ্লোগানে শ্লোগানে
পোর্টের অলস নোঙ্গরে ভয়ের জল ঢেউ খেলে তরল সঙ্কটে
ভয়গুলো বিদ্যুৎহীন রাতের ড্রইংরুমে মিশে থাকে চুপচাপ
কোথাও নেই দেশলাইয়ের একটি শলাকাও
যা দিয়ে ভয়কে অন্তত কয়েক বছর বন্দী করা যায়।
ভয়ের চাদরে লুকিয়ে আছে জনতার চোখ।
এপি // রহখ
- Advertisement -
- Advertisement -