আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

খোলামেলা পোশাকের কারণে ফের ট্রলের শিকার নুসরাত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

বিতর্ক আর ট্রল যেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের দৈনন্দিন জীবনের সঙ্গী। নিয়মিত এসব সামলে পথ চলতে হয় তাকে। তাই বলে এগুলো নিয়ে পড়ে থাকেন না তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও প্রকাশ করেন নুসরাত। সেখানে ব্রালেট ও শর্ট স্কার্ট পরে ছিলেন তিনি। মাঝেমধ্যেই ‘হট’ অবতারে ধরা দেন অভিনেত্রী। এবারও গ্ল্যামার ঝরিয়ে ফটোশুটের রিল শেয়ার করেছিলেন। তবে আবেদনময়ী নুসরাতকে দেখে কেউ কেউ আবার ভ্রুকূটি করতেও ছাড়লেন না।স্বল্পবসনা নুসরাতকে দেখে জনৈক নেটিজেনের মন্তব্য, ‘মুসলিম জাতের কলঙ্ক।’ কেউ আবার বললেন, ‘একটা সময়ে নুসরাতকে খুব ভালো লাগত, এখন জঘন্য লাগে।’ কেউ বা আবার ব্যঙ্গ করে বললেন, ‘এত হাওয়াতে উড়ে যেও না।’ যদিও ট্রলিংকে কোনোদিনই পাত্তা দেন না অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে ঢের সমালোচিত হন নুসরাত। এর আগে একাধিকবার তার ভিডিও দেখে রেগে গেছেন নেটিজেনরা। কখনও ধর্ম আবার কখনও তার লুক নিয়ে কটাক্ষ করেছেন। তবে এ নিয়ে মোটেও মাথা ঘামান না তিনি।

আলোকিত প্রতিদিন/ ২৩ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -