অঝোরে কাঁদলেন চিত্রনায়িকা বুবলী। তাঁর কান্না স্পর্শ করে গেল নেটিজেনদেরও। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়ে শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও যাবতীয় বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় ফেলে আসা দিনগুলোর স্মৃতি মনে করে একাধিকবার অঝোরে কাঁদেন বুবলি। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। এই সাক্ষাৎকারে বুবলী নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমার যদি লক্ষ্যই থাকত একজন সুপারস্টারকে বিয়ে করব তাহলে ছোটবেলা থেকেই তো এই সেক্টরে বিচরণ থাকত। ছোটবেলা থেকেই নাটক-সিনেমা আমি করতাম। এ রকমটা আমার কখনোই ছিল না। নিউজ থেকে আমি ফিল্মে এসেছি। সেটাতে আমার ফ্যামিলিও রাজি ছিল না। একটা মেয়ে দেখতে-শুনতে ভালো হলে, ফ্যামিলি সচ্ছল হলে তাঁর কাছে হাজারো বিয়ের প্রস্তাব আসে। শাকিব খানকে বিয়ের বিষয়ে তার স্টারডমটা আমি নেব, এমন কোনো প্রশ্নই আসে না। বুবলী মহামারির সময়ের কথা উল্লেখ করে কেঁদে ফেলেন। চোখে জল টলমলে অবস্থায় বলেন, ‘মহামারিতে যখন বিশ্ব টালমাটাল অবস্থা, তখন আমি তাঁকে রিচ করতে পারছিলাম না। সে আমার পৃথিবী, সে যা বলছে, যা করছে সব কিছু আমি বিশ্বাস করছি। কারণ আমি তাঁকে মন থেকে ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার জন্য ভুল ছিল। বুবলী বলেন, ঢাকায় আমি ছবির শুটিং করেছি প্রেগন্যান্ট অবস্থায়। অনেক নিউজ হয়েছে সে সময়। ওপেন সিক্রেট ছিল না। কিন্তু অনেকেই জানত। এরপর আমি আমেরিকায় চলে যাই। সে সময় আমি একা হয়ে গিয়েছিলাম। প্রেগন্যান্ট অবস্থায় একাই বাজার করতাম। একাই সব কাজ করতাম। ওই অবস্থায় তিনতলায় উঠতাম। আসলে আমেরিকায় সবাই একা একাই সব কাজ করে। কিন্তু ওই অবস্থায় আমি শুধু মানসিক সাপোর্ট চেয়েছিলাম। শাকিব খান বাংলাদেশে নানা বিষয়েই ইনভলভড ছিল। আমি দেখতে পাচ্ছিলাম। তবে আমি অনেকের কাছেই গ্রেটফুল, যারা আমার পাশে ছিলেন।’ এতে শাকিবকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলী। কাঁদতে কাঁদতে বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তার পরও আমি চেষ্টা করেছি সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’ কান্নাজড়ানো কণ্ঠে বুবলীর আকুতি, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। কোনো অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন, শেহজাদের মা কিংবা আপনার ওয়াইফকে সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।
আলোকিত প্রতিদিন/এপি