আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

সাহিদা আক্তারের কবিতা ‘কেউ যদি জানতো’

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত সাহিত্য:

কেউ যদি জানতো
সাহিদা আক্তার

কিভাবে আছি,
কিভাবে বাঁচি…
কেউ যদি জানতো!

কতখানি জল…
মেঘেরও দল,
বাসা বাঁধে বুকে-
কত ভারি হয়ে
ঝড়ে সে মেঘ চোখে
কেউ যদি তা জানতো!

- Advertisement -

এই বিবাগী জীবন,
এই স্বপ্ন ভাঙা মন-
কেনো এতো নীরবতা,
কেনো এই একলা থাকা
কেউ যদি জানতো!

কেউ যদি জানতো…
কেঁদেছি একা একা খুব
ব্যথায় হয়ে নিশ্চুপ ,
জীবন থেকে কতটা পিছিয়ে গেলে
ভবঘুরে সময়ের দেখা মেলে ।

একবার শুধু একবার, যদি কেউ জানতো!
হয়েছি কতটা কাতর
পাষাণে বুক বেধেছি পাথর!
এই যে একটা মানুষ-
এই ভা’ঙা মন, এই পিছিয়ে পড়া জীবন
কিভাবে আছি, কিভাবে বাঁচি!
কেউ যদি জানতো।

 

আলোকিত প্রতিদিন/ ২০ জুন-২০২৩/রহখ

- Advertisement -
- Advertisement -