আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

এস. এম. কামরুল হাসান বিপ্লব:

নারায়ণগঞ্জ বন্দর থানার স্কুলঘাট সংলগ্ন নদীর তীরে হাত-পা বাঁধা ৯০ বছরের এক বৃদ্ধার খোঁজ কেউ নিচ্ছে না। ১৫ দিন অতিবাহিত হলেও ওই বৃদ্ধার পরিবারের খোঁজ মিলছেনা। বুধবার (১৪ জুন)  ওই বৃদ্ধার পরিচয় সন্ধানে  নেমেছে নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা। জানা যায়, বন্দর বাগবাড়ী এলাকার আফজাল হোসেন নামে এক ব্যক্তি বুধবার ফজর নামাজ শেষে নদীর পারে হাঁটছিলেন, স্কুলঘাট সংলগ্ন এলাকায় আসলেই কে যেন হঠাৎ করে পা ধরে বাবা বলে চিৎকার করেন। গায়ে দুর্গন্ধ শরীরের বিভিন্ন স্থানে ঘা হয়ে যাওয়ায় কিছুটা ভয় পেলেও আবেগী হয়ে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ভর্তি করান বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন খবর পাওয়া মাত্র দুপুরে নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার সাংবাদিকেরা বাগবাড়ি জেনারেল হাসপাতালে উপস্থিত বৃদ্ধার সার্বিক খোঁজ-খবর নেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই অসহায় বৃদ্ধাকে সার্বিক সহযোগিতা প্রদান করার দাবি জানান নারী সাংবাদিক কল্যাণ সংস্থা।

আলোকিত প্রতিদিন/ ১৫ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -