আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে গৃহবধূরর লাশ মিলল পুকুরে

-Advertisement-

আরো খবর

এইচ এম জাবেদ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে সেলিনা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ জুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিনা ওই এলাকার মো. আরিফের স্ত্রী। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিদ জানান, সকালে পুকুরে ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তিনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান। পরে সকালে খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। ওই নারীর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১২ জুন -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -