শেখ মো. লুৎফুর রহমান:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে কাজ করা নয়ন মিয়া নামে এক শ্রমিককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নয়ন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার থেকে সহকারী রড শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি।
জানান যায়, শ্রমিক আটকে নির্যাতনের খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কথিত টর্চারসেল থেকে গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৪ নির্যাতনকারীকে আটক করা হয়। আটককৃতরা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। নির্মাণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুলের নেতৃত্বে নয়ন ও আইয়ুব আলীকে ঘুম থেকে তুলে একটি কক্ষে হাত পা বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পেঠাতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য কর্মীরা। এ সময় তারা ১ লাখ টাকা ও কয়েকটি মোবাইল চুরির অভিযোগ আনে। এদিকে শ্রমিককে আটকে নির্যাতনের খবর পেয়ে মেডিকেল ক্যাম্পের পুলিশ গুরুতর আহত অবস্থায় নয়নকে সকাল ৯টার দিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আরেক শ্রমিক আইয়ুব আলীকে আটকে নির্যাতনের বিষয়টি জানতে পেরে পুলিশ তাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এদিকে শ্রমিক নির্যাতনের পর হত্যার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় ৪ নির্যাতনকারীকে আটক করলেও মূল নির্যাতনকারী আমিনুল পালিয়ে গেছে।
আলোকিত প্রতিদিন/ ১০ জুন ২৩/ এসবি