বলিউড অভিনেত্রী সোনালি সেহগাল বিয়ে করেছেন

0
305

বিনোদন ডেস্ক:

‘পেয়ার কা পঞ্চনামা’ ছবি থেকে বলিউডের পর্দায় নজর কেড়েছিলেন কলকাতার মেয়ে সোনালি সেহগাল। তবে কলকাতায় নয়, বরং মুম্বাইতেই বিয়ে সেরে ফেললেন তিনি। পাত্রও সেখানকার। গত বুধবার (৭ জুন) ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরালেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরেই রাখতেন সোনালি। কখনও সামনে আননেনি তার প্রেমিক অশেষকে। সূত্রের খবর, গত ৫ বছর ধরেই তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। অবেশেষে বিয়ে। অশেষ পেশায় হোটেল ব্যবসায়ী। বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানসহ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ।এদিকে মুক্তির অপেক্ষায় আছে সোনালি অভিনীত ‘নুরানি চেহরা’ সিনেমাটি। এতে তার সঙ্গে পর্দায় দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকিকে।

আলোকিত প্রতিদিন/ ৮ জুন ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here