প্রতিনিধি,কুমিল্লা:
চলতি বছরের মে মাসে কুমিল্লা ট্রাফিক বিভাগের প্রসিকিউশনে বিভিন্ন পরিবহন থেকে প্রায় ৪৪ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জানা যায় পহেলা মে থেকে ৩১ মে পযর্ন্ত মোট ১২৬৫ টি গাড়িকে বিভিন্ন অপরাধে ৪৪ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৯৭২ টি গাড়ির মামলা নিস্পর্তি করে ৩২ লাখ ২১ হাজার ২২০ টাকা আদায় করা হয়েছে। ১২৬৫ টি গাড়ির মধ্যে মোটরসাইকেল- ৫৯৫টি, ট্রাক- ১৬৭টি, মাইক্রেবাস/ এম্বুলেন্স- ২৮টি, প্রাইভেট কার- ৪৬টি, কার্ভাড ভ্যান- ৬০টি, পিকআপ- ১২৭টি, লংভেহিকেল- ৫টি ও সিএজি-১০৪টি রয়েছে। জেলা ট্রাফিক বিভাগ বলছে নিয়ম নীতি না মানলে বা কাগজপত্র না থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে জেলা পুলিশের স্পষ্ট নির্দেশনা আছে। যারা আইন মানবে না তাদেরকে আমারা প্রসিকিউশনের আওতায় আনবো।
আলোকিত প্রতিদিন/ ০৩ জুন -২০২৩/মওম
- Advertisement -