আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কবি মোনালিসা রেহমানের কবিতা : ছায়ার ভেতর এক ছায়া

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ছায়ার ভেতর এক ছায়া
মোনালিসা রেহমান

স্মৃতির ভেতর দিয়ে হেঁটে যাই নিঃশব্দে
আমার অজ্ঞানতার ভেতরে যা যা ঘটেছিল একদিন…
যেভাবে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে….
অথবা যেভাবে ভোরের আজানের সাথে সাথে
পূবের আকাশ আস্তে আস্তে লাল হয়ে ওঠে

সেই অতীতদৃশ্যের খন্ডচিত্রগুলো আজ একে একে
ভিড় জমায়—স্মৃতির প্রহেলিকায়
ছায়ারা আজ ছায়ার সাথে কথা বলে–মান অভিমান,
প্রচন্ড গরম অথবা হাড়কাঁপানো শীত কিছুই আর ছাপ ফেলে না
দুদশ গন্ডির ভেতর–এ সময় বড়োই অচেনা —

যতোদুর চোখ যায় বইয়ের পাতায় —
মিলিত অক্ষরেরা কথা বলে —শব্দবন্ধের জারিজুরিতে
নিক্ষিপ্ত প্রলাপ বকে যায় স্মৃতির বকুল —

- Advertisement -

ছায়া ফিরে আসে আবার নিজের জায়গায়
যেন সে ছিল না কখনো, আসে নি আবার যায় নি কোথাও।

 

আলোকিত প্রতিদিন // রহখ

- Advertisement -
- Advertisement -