আজ বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

১০ দফা দাবী বাস্তবায়নে শেরপুরে বিএনপি’র জনসমাবেশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার আয়োজনে ১০ দফা দাবী বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (শুক্রবার) বিকেলে শেরপুর পৌর শহরের শহরের গৃদানারায়নপুর রাস্তার উপর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ এক সময় বৃহৎ দল ছিলো, সেই আওয়ামীলীগ আজ দেউলিয়া হয়ে গেছেন। গায়েবি মামলা, গুম, দুর্নীতি আর রাহাজানিতে দেশ ভরে গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় এবং সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরীফুল আলম সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা জানান, প্রতিদিন জেলার সর্বত্র গায়েবি মামলা আর গণগ্রেফতার চলছে। যে কারণেই সমাবেশে জেলার বেশির ভাগ নেতা-কর্মীরা যোগ দিতে পারেনি।

আলোকিত প্রতিদিন/ ২৬ মে ২০২৩/ দ ম দ

- Advertisement -
- Advertisement -