সকাল ১০:০৯ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ১০:০৯ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

বাবা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মেয়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, লংগদু  
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাধ্যমিক ) নির্বাচিত হলেন জনাব মো: সুলতান আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাধ্যমিক ) নির্বাচিত হলেন জনাব মো: সুলতান আহমেদ। তিনি এবার নিয়ে চতুর্থ বারের মতো   চতুর্থবারের মত রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাধ্যমিক )  হওয়ার  গৌরব অর্জন করলেন।শিক্ষা ক্ষেত্রে  পিছিয়ে পড়া  উপজেলা লংগদু উপজেলা যেখানে মাত্র  ১৫/১৬ টি স্কুল রয়েছে । যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা এগিয়ে আছে তন্মধ্যে করল্যাছড়ি রশীদ সরকার উচ্চ বিদ্যালয়টি অন্যতম । জনাব মো: সুলতান আহম্মদ উক্ত বিদ্যালয় এর সহকারী শিক্ষক ।  প্রকৃতিগতভাবে বৈরী অবস্থায় কাজ করতে হয় লংগদুতে যেখানে বিদ্যুৎ একটি বড় সমস্যা । অত্যন্ত লো ভোল্টেজ যেখানে বৈদ্যুতিক পাখা  মিনিটে কতবার ঘুরে তা গণনা করা  যায় অনায়াসে এবং মোবাইল চার্জ ঠিকমত হয় না তাছাড়া বেশীরভাগ  সময় বিদ্যুৎ থাকে না।  এমন বৈরী অবস্থায় জনাব সুলতাম আহম্মদ কাজ করেন লংগদুতে । এমতাবস্থায় অসম্ভবকে তিনি কঠোর পরিশ্রম চেষ্টা ধীর মনোবল  দিয়ে জয় করতে সমর্থ হয়েছেন । করোনকালীন তিনি শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে নিজ বাসা থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়েছেন প্রকৃতির বৈরী পরিবেশের মধ্যেও যা কল্পনা করা যায় না।শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারের  তিনি এটুআই থেকে পেয়েছেন শিক্ষক বাতায়নের   ICT4E জেলা অ্যাম্বাসেডর এর স্বীকৃতিও । তিনি শিক্ষক বাতায়ন , অনলাইন প্লাটফর্ম মুক্তপাঠ এ কাজ করে নিজেকে করেছেন সমৃদ্ধ । পেশাগতভাবে ব্যবসায় শিক্ষা বিষয়ের শিক্ষক হলেও তিনি ইংরেজীতে পারদর্শী একজন শিক্ষক ।  শিক্ষকতার পাশাপাশি তিনি স্কাউটিং কার্যক্রম , লেখালেখি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি সম্পৃক্ত রয়েছেন । দাম্পত্য জীবনে স্ত্রী রহিমা বেগমও  লংগদু উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ।  অন্য দিকে শিক্ষক সুলতান আহমদ  এর দুই সন্তানের  মধ্যে  মেয়ে  সুমাইয়া  বিনতে সুলতান স্বর্ণা ২০২৩ সালে উপজেলা পর্যায়ে লংগদু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করে। সে লংগদু মডেল ডিগ্রি কলেজের অধ্যযন করছে।  ইতিপূর্বেও সে ৫ ম শ্রেণির সমাপনী পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা,  ৮ শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার সেরা শিক্ষার্থীর নির্বাচিত হযেছে। এছাড়াও উপজেলার  বিভিন্ন  সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে  একাধিক বার পুরস্কৃত হয। সে সকলের দোয়া প্রার্থী। মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে  তিনি  ২০১৬,২০১৮ এবং ২০২২ সালেও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালে তিনি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তেমনটাই প্রত্যাশা এই প্রতিভাবান শিক্ষকের।   তাঁর জন্য থাকলো অফুরন্ত শুভ কামনা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -

সর্বশেষ