সকাল ৯:৩৯ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৯:৩৯ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

 পানিতে ভাসল সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ ‘শিন হাই টং ২৩’ আবারও পানিতে ভেসেছে। পরিবহন সংস্থা লেথ এজেন্সিস ২৫ মে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি টুইটে বলেছে, ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ সফলভাবে শিন হাই টং ২৩ জাহাজকে পুনরায় ভাসাতে সক্ষম হয়েছে।’ আটকে যাওয়া জাহাজটি উদ্ধারে কাজ করছিল কয়েকটি ছোট জাহাজ (টাগ বোট)। জাহাজটি উদ্ধার হওয়া সম্পর্কে সুয়েল খাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে তারা কোনো জবাব দেয়নি। ম্যারিন ট্রাফিক শিপ ট্রেকার জানিয়েছে, হংকংয়ের পতাকাবাহী জাহাজটি খালের দক্ষিণদিকে ‘কোনো কমান্ডের অধীনে ছিল না’ এবং এটি খালের পূর্বদিকে কোনাকুনি অবস্থান করছিল। জাহাজটিকে ঘিরে রেখেছে মিসরের তিনটি টাগ বোট। বিশ্বের পণ্য পরিবহনের সবচেয়ে ব্যস্ততম নৌ পথ সুয়েজ খাল দুই বছর আগে ২০২১ সালে প্রায় এক সপ্তাহের জন্য অচল হয়ে পড়েছিল। ওই বছর খালটিতে এভারগ্রিন নামের আরেকটি দৈত্যাকার জাহাজ আটকে যায়। যার প্রভাব পুরো বিশ্বের বাণিজ্যের ওপর পড়েছিল। কারণ ওই খাল ব্যবহারের জন্য আসা শত শত জাহাজ সমুদ্র্রে আটকে যায়। গত বছর একটি তেলবাহী জাহাজ অল্প সময়ের জন্য রাডারের সমস্যার কারণে সুয়েজ খালে আটকে গিয়েছিল। পরবর্তীতে টাগ বোটের মাধ্যমে এটিকে পুনরায় পানিতে ভাসানো হয়।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/ ২৫ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -

সর্বশেষ