আলোকিত ডেস্ক:
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গিয়েছে এক শিক্ষার্থী। ২৪ মে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মাঝে আটকা পড়ে শুয়ে আছে। আর রেললাইনের উপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ওই শিক্ষার্থীকে নির্দেশনা দিচ্ছেন- একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়ের পর ট্রেন থামলে সেখান থেকে সে বের হয়ে আসে। জানা যায়, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এমন সময় ধাক্কা খেয়ে সে রেললাইনে পড়ে যায়। তখনই দেখতে পায় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। পরে সে রেললাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, বিষয়টি আমি ৫/৭ মিনিট আগেই জেনেছি। কোনো তথ্য নেই। জেনে বলতে পারবো।
আলোকিত প্রতিদিন/ ২৪ মে -২০২৩/মওম