আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে অবৈধ ক্লিনিক ও হাসপাতালে অভিযান

আরো খবর

মিজানুর রহমান খান কুদরত:

মানিকগঞ্জে সিভিল সার্জন অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়ে নূরজাহান জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধের ঘোষনা দেন।
২২ মে সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। অবৈধ এই হাসপাতালটি মানিকগঞ্জ বাসষ্টান্ড জয়রা কলেজ রোড এলাকায় অবস্থিত।
সিভিল সার্জন ডা: মোহাম্মদ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, নূরজাহান জেনারেল হাসপাতালের মালিক বজলুর রহমান বজলু হাসপাতালের প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে না পারায় এবং সেই সঙ্গে অপরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় ডাক্তার এবং নার্স না থাকায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘষোনা করা হয়। এছাড়াও এই হাসপাতালের ভর্তি রোগীদের অন্যত্র সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা আইন ও নিয়ম-নীতি না মেনে ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনা করবে জনস্বার্থে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/ ২২ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -