প্রতিনিধি,নোয়াখালী:
স্মার্ট ভুমিসেবা, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে ভুমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালী বের হয়। পরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ভুমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ, সদর উপজেলার সহকারী কমিশনার বায়েজিদ বিন আখন্দ,নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো: রফিক উল্যাহ, বিশিষ্ট রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ শাহজাহান,নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলমগীর ইউছুফ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,জন ভোগান্তি নিরসনে বাংলাদেশের একটি অন্যতম সমস্যা ভূমি জটিলতা থেকে উত্তরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ভূমি সেবা কার্যক্রম গ্রহন করেন।এসময় তিনি ভূমি মন্ত্রীর প্রচেষ্টাকেও স্মরণ করেন।অনুষ্ঠানে সকলে বর্তমান সরকারের ভূমি বিরোধ নিরসনে নেয়া বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন।
আলোকিত প্রতিদিন/ ২২ মে -২০২৩/মওম
- Advertisement -

