নিজম্ব প্রতিবেদক:
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পূবালী ব্যাংক লিমিটেড একটি সুপরিচিত নাম। ১৯ মে ২০২৩ পূবালী ব্যাংক লিমিটেড সাফল্যের ৬৪তম বর্ষ অতিক্রম করে ৬৫ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান এবং উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সময়ের পথ পরিক্রমায় এই ব্যাংকের আজকের অবস্থান সুদীর্ঘ ৬৪ বছরের এক সোনালী অতীতের সাক্ষ্য বহন করে। এ দেশের ইতিহাস-ঐতিহ্য, আর্থ সামাজিক উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার সাথে এই ব্যাংকের ইতিহাসের রয়েছে এক নিবিড় সম্পর্ক। ১৯৫৯ সালের ১৯ মে চট্টগ্রামের টেরিবাজারে ‘দি ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির এক আদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘দি ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড’কে জাতীয়করণ করে তার নাম দেন ‘পূবালী ব্যাংক’। পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৩ সালের জুন মাসে পূবালী ব্যাংককে বিরাষ্ট্রীয়করণ করে একটি পাবলিক লিমিটেড কোম্পানীতে পরিণত করা হয়। যা বর্তমানে ৫০০ টি শাখা, ১৫২ টি উপশাখা, ১৭ টি ইসলামী ব্যাংকিং উইন্ডো আর প্রায় নয় হাজার সুদক্ষ কর্মীবাহিনী নিয়ে পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড।
সূত্র:মোহাম্মদ মিজানুর রহমান,জনসংযোগ কর্মকর্তা
আলোকিত প্রতিদিন/ ২২ মে -২০২৩/মওম