মা
ক্যামেলিয়া আহমেদ
আমার মাকে আমি দেখেছি যুবতি দিনের মতো
আশ্বিনের আকাশ থেকে সবটুকু নীল এনে
বসন সাজাতো গায়ে ভাঁজে ভাঁজে
আমার মাকে আমি দেখেছি
ভোরের প্রভায় সম্ভ্রমভরা এক মঙ্গলময়ী মূর্তি যেন দাঁড়িয়ে
কখনো জ্যোৎস্নানিশীথে আবেশভরা অবগুণ্ঠন খোলা এক মধ্যযামিনী
অতঃপর আমার মাকে আমি দেখেছি
মেঘের গর্জনে আবার হিমালয় থেকে বয়ে যেতে
মা ছিলো আমার জীবনের সঞ্জীবনী
তপ্ত বুকে ঝরঝর বৃষ্টি
আজো মায়ের সে আঁচল আমার অবারিত আকাশ হয়ে আছে
স্পর্শটুকু হৃদয় পল্লবে প্রশান্তির হাওয়া দিয়ে যায়
যদিও সময়ের আস্ফালনে হারিয়ে গিয়েছিলো মায়ের বুনা স্বপ্ন
তবু আমার স্বপ্ন তাঁর দেবালয়ে
অনুরাগে সিক্ত পরে থাকতো জলঅঞ্জলি হাতে
মা আমার হৃদয় পুষ্পে পুঞ্জিত এক
স্বর্ণালী সকাল-মুক্তির দান
এপারে-ওপারে ছায়া ছায়া পথ…..