আজ শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল “তৈ তৈ তৈ আমার বৈয়ম পাখি কই” গানটি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আব্দুল সাত্তার টিটু:

সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ছে  মাইসেলফ এলেন স্বপন ওয়েব সিরিজের “তৈ তৈ তৈ আমার বৈয়ম পাখি কই” গানটি। রাতারাতি গানটি ঝড় তুলেছে ফেইসবুক, টিকটক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিকটকে গানটি নিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে টিকটক প্রেমিরা। গানটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করায় আরো বৈচিত্র নিয়ে এসেছে। গানটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং বাচন ভঙ্গি ব্যবহার করাতে গানটিতে যোগ হয়েছে অন্যান্য এক নতুন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখের সামনে ভেসে আসছে গানটি। বিশেষ করে টিকটক প্রেমীদের মাঝে গানটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

গানটিতে অভিনীত নাসির উদ্দিন খান এর  জন্ম চট্টগ্রামে। তার পিতার নাম মনু মিয়া শোরদার এবং মায়ের নাম আম্বিয়া খাতুন। তিনি  চট্টগ্রামে একজন নাট্য শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন ১৯৯৫ সালে এবং ২০১৫ সাল পর্যন্ত থিয়েটারে অভিনয় চালিয়ে যান। ২০১৬ সালে, তিনি চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করার জন্য ঢাকায় চলে আসেন। ২০২০ সালে, তিনি তাকদীরের মাধ্যমে তার ওটিটি আত্মপ্রকাশ করেছিলেন।
মহানগরে কায়সারের চরিত্রে অভিনয় করে তিনি একটি বড় সাফল্য পেয়েছেন। ২০২২ সালে, তিনি হাওয়াতে অভিনয় করেছিলেন। নাসির উদ্দিন খান অভিনীত ওয়েব সিরিজ গুলোর মধ্যে অন্যতম হলো মহানগর (২০২১) সিন্ডিকেট (২০২২) হাওয়া (২০২২) ফ্রাইডে (২০২৩) মাইশেলফ অ্যালেন স্বপন (২০২৩)।

বর্তমানে “তৈ তৈ তৈ আমার বৈয়ম পাখি কই” গানটি শুনেন নি এমন কম মানুষই রয়েছে। শিহাব শাহিন পরিচালিত  মাইসেল্ফ এলেন স্বপন ওয়েব সিরিজটিতে কাজ করেছেন মিথিলা, নাসির উদ্দিন খান সহ আরো অনেকে। ওয়েব সিরিজটি প্রচারে ব্যস্ততম সময় পার করছেন সিরিজে অভিনীত অভিনেতারা।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/০৬ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -