আলোকিত ডেস্ক:
‘সাধনার নান্দনিক তত্ত্বে সাহিত্য ভাবনা হোক শিল্পিত’ স্লোগানকে সামনে রেখে প্রতি সপ্তাহের ন্যায় আজ ০৫ মে-২০২৩, শুক্রবার, বিকেল ৪ টায় অন্যধারা সাহিত্য সংসদ’র কেন্দ্রীয় কার্যালয়- ২২ ইন্দিরা রোড, তৃতীয় তলা, তেজগাঁও, ফার্মগেট, ঢাকায় ৩০২তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
নান্দনিক আড্ডায় কবি আফিয়া রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিন, প্রধান আলোচক হিসেবে কবি রফিক হাসান , আড্ডার আকর্ষণ বা মধ্যমণি হিসেবে কবি তালুকদার লাভলী ও নবীন প্রবীণ কবিদের মধ্যে- অন্যধারা সাহিত্য সংসদ এর মহাসচিব কবি শাওন আসগর, কবি মোজাফফর বাবু, কবি তন্ময় হারিস, কবি ও ছড়াকার দ্বীন মোহাম্মাদ দুখু, কবি লিলি শেঠ, কবি মিরাজুল ইসলাম, কবি জহিরুল ইসলাম মঞ্জু, কবি রীনা পন্ডিত, কবি বাদল হাওলাদার উপস্থিত ছিলেন। উপস্থিত কবিবৃন্দ শুভেচ্ছাসহ দুটি পর্বে আড্ডার মধ্যমণি কবি তালুকদার লাভলীর পঠিত ১০ টি কবিতার প্রশংসা করেন। প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন কবিতার কলাকৌশল ও জীবনবোধে কবিতা যে জীবন্ত তা বক্তৃতায় স্পষ্ট করেন। এছাড়াও তিনি কবিতার নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, কবিতা বিজ্ঞান থেকে এগিয়ে। কারণ বিজ্ঞান সসীম আর কবিতার চিন্তা চেতনা অসীম। প্রধান আলোচক কবি রফিক হাসান আড্ডার মধ্যমণির কবিতার খুঁটিনাটি দিক নিয়ে আলাপের পাশাপাশি উপস্থিত কবিদের কবিতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও অন্যধারা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা কবি সৈয়দ রনো সাংগঠনিক বক্তৃতার পাশাপাশি সাম্প্রতিক নানাবিধ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষাংশে আড্ডার মধ্যমণিকে অন্যধারা সাহিত্য সংসদের সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা। আড্ডার মধ্যমণির অভিব্যক্তি জানার মধ্যদিয়ে কবি সৈয়দ রনোর সঞ্চালনায় চমকপ্রদ আড্ডার সমাপ্তি ঘটে।
.
.
খ.র