সকাল ৮:১৮ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৮:১৮ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

ভালোবাসার বন্ধনে মৈত্রী উৎসব অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি:
ভারত – বাংলাদেশ মৈত্রী সংসদের আয়োজনে আগরতলা প্রেসক্লাব সাক্ষী হয়ে রইলো এক ঐতিহাসিক মুহূর্তের। সেই আয়োজনে বাংলাদেশের সাংবাদিক শেখ মইনুল হাসান ( রুবেল হাসান ) এবং আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত দাদার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক নান্দনিক মিলন উৎসব। যেখানে ভারত -বাংলাদেশ মৈত্রী সংসদ এর ঐক্যবদ্ধ সহযোগীতায় দুই দেশের মত বিনিময় সভায় বক্তব্যের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভ্রমণের অংশ হিসেবে ছিল মেলাঘরের মুক্তিযুদ্ধের ট্রেনিং সেন্টার, বোটে করে নীরমহল দেখা, ত্রিপুরার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সায়েন্স সিটি, ঐতিহাসিক রাজবাড়ী, ত্রিপুরায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিদর্শন, বাংলাদেশ হাইকমিশন অফিস, স্বাধীনোত্তর প্রাক্কালে যেখানে বঙ্গবন্ধু সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, এছাড়াও ছিল রবীন্দ্রকানন, মালঞ্চ নিবাস, হেরিটেজ পার্ক, ভগৎসিং যুব-আবাস– ইত্যাদি দর্শনীয় স্থান। পরিশেষে উভয় দেশের সবাই এক নৈশভোজে মিলিত হয়। ডঃ দেবপ্রিয় দেবরয়ের নির্দেশনায় ও মৃনাল কান্তির তত্তাবধানে প্রানের ছোয়ায় ভালবাসার বন্ধনে মৈত্রী উৎসবের সমাপ্তি ঘটে।

- Advertisement -
- Advertisement -

সর্বশেষ