সকাল ৯:৩৬ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৯:৩৬ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

ঢাকার সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত সব্যসাচী!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

গত জানুয়ারি মাসের ঘটনা। খবর ছড়িয়ে পড়ে, অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন সব্যসাচী।

জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন সব্যসাচী। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সব্যসাচী বললেন, ‘আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এলো, আমি অবসর নিচ্ছি কিনা। আমিও বললাম, তা হলে তাই। আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ওরকম উত্তর দিই।’ সব্যসাচী ব্যাখ্যা করলেন, ‘মেনে নিচ্ছি আমি কাজ কমিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, অবসর নিয়েছি। ধরা যাক, আমাকে চা দেওয়ার পর বললাম যে এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিলাম?’

তিনি কি সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করতে চাইছেন? সত্যজিৎ রায়ের জন্মদিনে তার ছেলে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারই পর্দার ফেলুদা সব্যসাচী। সেখানেই অভিনেতা বললেন, ‘মোটেই নয়। দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আর কোনো দিন অভিনয় করব না।’

- Advertisement -

আলোকিত প্রতিদিন/০৩ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -

সর্বশেষ