বিনোদন ডেস্ক:
দুই বছরের জার্নি শেষ হলো। ভিন্ন অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম আর ঝুলিভর্তি স্মৃতি। তাই আপ্লুত মনের আগল খুলে জানালেন অনুভূতি। বললেন, ‘এই সকালে যেন আমার পুনর্জন্ম হলো।’
বলিউডের তরুণ তারকা জাহ্নবী কাপুরের কথা বলা হচ্ছে । গত রবিবার শেষ হয়েছে তার নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র শুটিং। এতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। তার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। পরিচালনায় শরন শর্মা। দুই বছর আগে এই ছবির জন্য প্রথমবার ব্যাট হাতে নিয়েছিলেন জাহ্নবী। সে স্মৃতি স্মরণ করে ১ মে সোমবার তিনি বললেন, “ব্যাট হাতে নেওয়ার দুই বছর হয়ে গেলো। এবং অবশেষে আমরা ‘মিস্টার অ্যান্ড মিসের মাহি’র শুটিং শেষ করলাম। আমি ভেবেছিলাম, আজ সকালে আমি ঘুম থেকে উঠে হালকা অনুভব করবো, স্বস্তিতে থাকবো। কারণ, আমরা প্রত্যেকেই কল্পনার চেয়ে বেশি পরিশ্রম করেছি ছবিটির জন্য। কিন্তু আমি কেমন শূন্যতা অনুভব করছি! যেন কোনও শূন্য ক্যানভাস। আমার মনে হচ্ছে, আমরা যুদ্ধে গেছি এবং ফিরে এসেছি; আর অনেক নায়ককে দেখেছি যুদ্ধ করতে।”
সাধারণত শুটিং শেষে বলিউড তারকারা চুপচাপ থাকেন। ছবির প্রচারণা শুরুর আগে কিছুই বলেন না। কিন্তু জাহ্নবী যেন নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়ে এমন অনেক কথা বলেছেন। ধন্যবাদ জানিয়েছেন ছবিটির নির্মাতা, সহশিল্পী ও কুশলীদের।
রাজকুমার রাওকে নিয়ে বললেন, ‘আমি খুব ভাগ্যবান যে তোমার সঙ্গে কাজ করতে পেরেছি এবং তোমার অনন্য প্রতিভার সাক্ষী হয়েছি। তুমি আমাদের ছবিতে জাদু যুক্ত করেছো।’ ‘সৃষ্টির প্রতিটি কাজই প্রথমে ধ্বংস দিয়ে শুরু হয়’- এই উক্তি উল্লেখ করে সবশেষে জাহ্নবীর ভাষ্য, ‘এই সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে যেন আমার পুনর্জন্ম হলো। অনেক সময় মনে হতো, আমরা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছি! এবং আমাদের মানসিক, শারীরিকভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা যা সৃষ্টি করেছি, সেটার ওপর আমার আস্থা আছে। ’
উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে আরও অভিনয় করেছেন জারিনা ওয়াহাব, অভিষেক ব্যানার্জি, কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, পুর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ। প্রযোজনায় করন জোহর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আলোকিত প্রতিদিন/০২ মে -২০২৩/মওম